Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ইউপি সদস্যগনের দায়িত্ব ও কর্তব্য

ইউপি সদস্যদের দায়িত্ব-কর্তব্য:

সরকার স্মারকনং-প্রজেই-৩/বিবিধ-১৪/২০০১/৮০১ তারিখ: ১০.০৯.২০০২ মর্মে একটিপরিপত্র জারীর মাধ্যমে ইউনিয়ন পরিষদের সদস্যদের ভূমিকা ও দায়িত্বাবলীবন্টন করেছেন। এ পরিপত্র অনুযায়ী ইউনিয়ন পরিষদের সদস্যদের ভূমিকা ওদায়িত্বাবলী হচ্ছে:

 

সংরক্ষিত আসনের সদস্যদের দায়িত্ব-কর্তব্য:

ক) সংশ্লিষ্ট এলাকার নারী ও শিশু নির্যাতন এবং যৌতুক ও এসিড নিক্ষেপনিরোধ, বাল্য বিবাহ রোধসহ বিবাহ নিবন্ধন নিশ্চিত করণ এবং এ সংক্রান্তকমিটির চেয়ারম্যান হিসেবে নারী ও শিশু কল্যানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহন করা;

খ) সংশ্লিষ্ট ওয়ার্ডে এলাকার আইন-শৃংখলা কমিটি ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উপদেষ্টার দায়িত্ব পালন করা।

গ) ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি গুলোর এক-তৃতীয়াংশের চেয়ারম্যান এবং মোটপ্রকল্প কমিটির এক-তৃতীয়াংশ প্রকল্প কমিটির সভাপতি হবেন;

ঘ) সরকার ও ইউনিয়ন পরিষদ কর্তৃক সময় সময় নির্দেশিত অন্যান্য কার্যাবলী সম্পাদন করবেন।

ঙ) এ ছাড়াও নারী নির্যাতন, সন্ত্রাস, চুরি, ডাকাতি ইত্যাদি অপরাধ সংগঠিতহওয়ার বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ মূলক ব্যবস্থা গড়ে তোলাসহ সুষ্ঠুআইন-শৃঙ্খলা নিশ্চিত করা এবং এতদ্বসংক্রান্ত প্রতিবেদন ইউনিয়ন পরিষদে পেশকরার দায়িত্ব পালন।

 

সাধারণ আসনের সদস্যদের দায়িত্ব-কর্তব্য:

ক) সংশ্লিষ্ট এলাকার গন্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পেশাজীবি প্রতিনিধিদের সমন্বয়ে ওয়ার্ড আইন-শৃঙ্খলা রক্ষা কমিটি গঠন ও সভাপতির দায়িত্ব পালন করা। একমিটি ওয়ার্ডের অপরাধ, বিশৃঙ্খলা, চোরা চালান দমন, অপরাধ মূলক ও বিপজ্জনক ব্যবসা সম্পর্কে ইউনিয়ন পরিষদকে অবহিত করা;

খ) সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার জন্ম-মৃত্যু, অন্ধ, ভিক্ষুক, দু:স্থ ও অসহায়বিধবা, এতিম, গরীব প্রতিবন্ধী প্রভৃতি ব্যক্তি গনের তালিকা প্রনয়ন ও ইউনিয়নপরিষদে সরবরাহ করা;

গ) সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার আদম শুমারীসহ সকল প্রকার শুমারী পরিচালনা কর্তৃপক্ষকে সহযোগীতা করা;

ঘ) সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার গন্যমান্য ব্যক্তি ও যুবসমাজসহ বিভিন্নশ্রেণীর প্রতিনিধিদের সমন্বয়ে ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপণা কমিটি গঠন ওসভাপতির দায়িত্ব পালন করা;

ঙ) সংশ্লিষ্ট ওয়ার্ডের পুকুর বা পানি সরবরাহ স্থাণের পানি দূষণ রোধ করা।শন, পাট বা অন্যান্য গাছ ভিজানো, আবাসিক এলাকার মাটি খনন নিয়ন্ত্রন, ইটভাটা থাপণ নিয়ন্ত্রন, আবাসিক এলাকার মধ্যে চামড়া রং বা পাকা করণ সংক্রান্তকাজ নিয়ন্ত্রন করবেন;

চ) সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার অন্যান্য সংস্থার কাজে এবং ইউনিয়ন পরিষদদর্শনার্থীদের নিরাপত্তা, আরাম-আয়েশ ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদানেচেয়ারম্যানকে সহায়তা করা;

ছ) সরকার ও ইউনিয়ন পরিষদ কর্তৃক সময় সময় নির্দেশিত অন্যান্য কার্যাবলী সম্পাদন করা;

জ)এছাড়াও গ্রামের রাস্তা-ঘাট, ব্রীজ-কালভার্ট ইত্যাদি উন্নয়নের জন্য ওয়ার্ডসভার মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে পরিকল্পনা প্রনয়ন, চলমান প্রকল্পেরঅগ্রগতি ও আর্থিক বিষয়াদি পর্যালোচনার দায়িত্ব পালন।

 

সাধারণ ও সংরক্ষিত আসনের সদস্যদের যৌথ দায়িত্ব:

ক)সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি, বিভিন্ন আয় বর্ধকপ্রকল্প/কর্মকান্ডে জনগনকে উদ্বুদ্ধ করণ এ সকল ক্ষেত্রে উন্নয়ন প্রকল্পগ্রহনের জন্য ইউনিয়ন পরিষদে সুপারিশ পেশ করা;

খ)সংশ্লি ওয়ার্ড এলাকায় নিরক্ষরতা দূরীকরণ, পরিবার পরিকল্পনা, জনস্বাস্থ্য ওপ্রাথমিক স্বাস্থ্য সেবা সম্পর্কে জনগনকে উদ্বুদ্ধ করে এ সংক্রান্ত প্রকল্পপ্রণয়ন ও ইউনিয়ন পরিষদ কর্তৃক গৃহীত হলে বাস্তবায়ন এবং ইউনিয়ন পরিষদপরিচালনাধীন প্রাথমিক চিকিৎসা কেন্দ্র ব্যবস্থাপনায় সহায়তা করা;

গ)সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় জনগনের সম্পত্তি যথা-জনপথ, রাজপথ, সরকারী স্থাণ, উন্মুক্ত জায়গা, উদ্যান, খেলার মাঠ, কবর স্থান, সৌধ, রাস্তা, পুল, সেতু, কালভাট, বাঁধ, খাল, বিল, টেলিফোন, বিদ্যুৎ, গ্যাস ইত্যাদি সংরক্ষনেরপ্রযোজনীয় ব্যবস্থা গ্রহন করা;

ঘ) সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন নির্মাণ ও ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করা;

ঙ) সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে জনগণকে সচেতন করা;

চ)সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় খেলাধূলার উন্নয়ন, গ্রন্থাগার, পাঠাগারের ব্যবস্থাও জাতীয় উৎসব পালনের ব্যবস্থা এবং শরীর চর্চা ও সাংস্কৃতিক কর্মকান্ডেরউৎসাহ ও সহায়তা প্রদান করা;

ছ)সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় পরিবেশ সংরক্ষনের ব্যবস্থাপনার জন্য গোবর ওরাস্তার আবর্জনা সংগ্রহ, আপসারণ, রাস্তা-ঘাট, ডোবা-নালা, হাজামজা পুকুরপরিস্কার, মৃত পশুর দেহ অপসারণ, পশু জবাই ও বিপজ্জনক ইমারতসহ যত্র তত্রইমারত নির্মাণ নিয়ন্ত্রন করা;

 জ)সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় নিরাপদ পানি ব্যবহারের জন্য কূয়া, নলকূপ, জলাধার, পুকুর, দিঘী ও পানি সরবরাহের বিভিন্ন উৎস সংরক্ষণ ও দূষণ রোধের ব্যবস্থাগ্রহন;

ঝ) ইউনিয়ন পরিষদের স্থায়ী কমিটি গুলোতে দায়িত্ব পালন কর;

ঞ) সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় সার্বজনীন প্রাথমিক ও বয়স্ক শিক্ষা কার্যক্রম বাস্তবায়নে সহযোগীতা করা;

ট) সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকায় প্রাথমিক স্কুলগামী শিশুদের বিদ্যালয়ে প্রেরণের জন্য এলাকাবাসীকে উদ্বুদ্ধ করা;

ঠ)সংশ্লিষ্ট ওয়ার্ড এলাকার কর, রেট, ফি ইত্যাদি প্রদানে জনগণকে উদ্বুদ্ধ করাএবং গবাদী পশুর খোয়াড় নিয়ন্ত্রন ও রক্ষণাবেক্ষনে ইউনিয়ন পরিষদকে সহায়তাকরা।